রাজধানীর ধোলাইপারের রাস্তার যানযট নিরসনে কাজ করছেন টিআই বিজন সরকার

স্টাফ রিপোর্টার:

 

রাজধানী প্রবেশের অন্যতম পথ ধোলাইপার। ধোলাইপারকে যানযট মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন টিআই বিজন সরকার। গত ঈদকে সামনে রেখে ধোলাইপার বাস স্ট্যান্ডের দক্ষিণ অঞ্চলে অনেক বাস আসা যাওয়া করে।

যার কারণে ধোলাইপারে প্রচন্ড চাপ বেড়ে যায়। ঈদের আগে-পরে ও বর্তমানে যাতে ধোলাইপারে কোনো রকম যানযট তৈরি না হয় তার জন্য সার্বক্ষণিক নিজে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছে টিআই বিজন।

ঈদ উপলক্ষে বাস মালিকরা নামে বেনামে ব্যানার নিয়ে এসে যানযট তৈরির চেষ্টা করেছিল কিন্তু টিআই বিজন সরকারের কারণে তা করতে পারেননি বাস মালিকরা। এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি ভোগ করলেও ছুটি পাননি ট্রাফিক পুলিশ।

সাধারণ মানুষদের ঈদ যাত্রা সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ট্রাফিক পুলিশ গং যার কারণে এবারের ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি একেবারেই নেই। দেশের মানুষ নির্বিঘ্নে যার যার বাড়িতে গিয়ে ঈদ পালন করতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *