রাজশাহীতে শেষ হলো এক মাস মেয়াদি ইয়ুথ কিচেন বিষয়ক প্রশিক্ষণ কোর্স

নাহিদ ইসলাম, রাজশাহী:

রাজশাহীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শেষ হলো এক মাস মেয়াদি ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

এ উপলক্ষে গতকাল রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
এক মাস মেয়াদি ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এই প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও সনদপত্র তুলে দেয়া হয়।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেন, দক্ষ জনবল একটি দেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য দেশের যুবসমাজকে গুরুত্ব দিতে হবে; দক্ষ করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবকদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে।

যুবাদের কর্মস্পৃহা এবং কর্মোদ্দীপনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *