রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। অভিযানে আটক ওই যুবকের নাম মো. সোহেল রানা ওরফে আব্দুল্লাহ (২২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মানিকচক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাঁকনহাট রেলক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোহেল রানার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কাঁকনহাট রেলক্রসিং এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করি এবং তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করি।”

তিনি আরও জানান, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার কার্যক্রম শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে এ ঘটনার পর এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ। তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। পুলিশ সবসময় মাদক ও অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে মাদকের আনাগোনা রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারির কারণে মাদক চক্রগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *