রেলওয়ের জায়গা দখলে নিয়ে আকিজ গ্রুপ বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন, করেছেন ট্রাক স্ট্যান্ড এবং সেমি পাকা বিল্ডিং

স্টাফ রিপোর্টার : 

 

মদনপুর হতে নাসিম ওসমান সেতু পর্যন্ত রেলওয়ের জলাশয়ের জায়গায় কাচা পাকা ঘড় স্থাপন করে দখলে নিয়েছেন।

এদের মধ্যে অন্যতম বন্দর থানাধীন বাঘ বাড়ি (নারায়নগঞ্জ) রেলওয়ের জায়গা (খাল) ভরাট করে এবং ওয়াল নির্মাণ করে দখলে নিয়েছে আকিজ সিমেন্ট কারখানা। এ ব্যাপারে আকিজ সিমেন্ট কারখানার সি ই ও জনাব হাসানুজ্জামান এর কাছে জানতে চাইলে উনি বলেন আমরা রেলওয়ের কাছ থেকে এককালীন লিজ নিয়েছি এবং জলাশয় জায়গা ভরাট করে সেখানে পাকা ঘড় নির্মাণ করার অনুমতি পেয়েছি, সেই সুবাদেই আমরা এখানে কারখানা এরং ট্রাক টার্মিনাল স্থাপন করেছি।

দেশ থেকে হাসিনা সরকার পালিয়ে গেলেও এখনো রয়ে গেছে হাসিনার লালিত পালিত দখল বাজ, ভূমিদস্য কালো টাকার মালিক। এই দখল বাজদের বিরুদ্ধে যদি কোনরুপ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বিফলে যাবে বলে মানুষ মনে করবে। হাসিনা সরকার থাকা কালীন ঘুষ দিয়ে কাজ করতো দখল বাজরা, এখন যদি সেরকমই চলে তাহলে হতাশ হবে দেশবাসি।

আকিজ গ্রুপের দখল বানিজ্য এখনি বন্ধ করতে হবে। গত ৩ নভেম্বর আকিজ গ্রুপের রেলওয়ের জায়গায় ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি মাননীয় উপদেষ্ঠা ও সচিব বরাবর লিখিত আবেদন করেন বলে জানা গিয়েছে। এ বিষয় সার্ভেয়ার মাসুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আগামীকাল ১০ টায় অফিসে আসেন, বিস্তারিত বলবো । সুত্রে জানা গেছে, কোটি কোটি টাকা ছড়াচ্ছে আকিজ গ্রুপ। কালো টাকার বিনিময় সবকিছু দখল করতে চাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *