মোঃআনজার শাহ ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার লাকসামে আগমন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মনোহরগঞ্জ ১ নং বাইশগাঁও ইউনিয়নের ৭ ওয়ার্ডের শাকতলা গ্রাম বাসিন্দা লন্ডন প্রবাসী ইরফানুল হক পাটোয়ারী ও রাকিবুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে।
ওইদিন সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম, আনোয়ারুল আজিমের ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারীর অনুসারীরা এই মিছিলের আয়োজন করেন।
মিছিলটি লাকসাম ও মনোহরগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে এসে সভার মধ্য অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্বে দেন- রাকিবুল ইসলাম পাটোয়ারী ও ইরফানুল হক পাটোয়ারী সহ অন্যান্য নেতাকর্মীরা।