তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়নগঞ্জ প্রথম প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ৫৩ বছরে ক্লাবের নবনির্বাচিত কমিটির ও অভ্যর্থনা ইন্ডাকশন ইনষ্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত হয়েছে। {২৮ সেপ্টেম্বর } রাতে রবিবার নারায়নগঞ্জ সদর নগরীর বাধঁন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স উন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শংকর কুমার রায় মনা {এমজে এফ} সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর মহসিন ইমাম চৌধুরী { পিএমজে এফ}। অনুষ্ঠানে ক্লাবের থিমসং গান পরিবেশের মাধ্যমে শুরু হয়। তার পর ক্লাবে আসা অতিথিদের নিয়ে ডিস্ট্রিক্ট গর্ভনর কেক কাটেন।
এ সময় উপহার এর মাধ্যমে আসা অতিথিদের সকলকে সম্মানিত করা হয়। তার পর ক্লাবের নতুন কমিটিকে পরিচিত করিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সেক্রেটারি লায়ন এডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, এলসিআইএফ ক্লাব কো- অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন সাদিয়া আফরোজ মুক্তি উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।