কামরুল ইসলাম:
লোহাগাড়া থানার ওসি মোঃ আরিফের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও লোহাগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে ১৩,০০০ (তেরো হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান ২০ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুর ১টা নাগাদ লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত হয়। অভিযানের সময় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজিঃ ঢাকা মেট্রো ব-১৪-০৬৩২) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বাসের চালক জসিম উদ্দিন (৩৩), হেলপার মোঃ করিম (৩৪) এবং সুপারভাইজার মহিউদ্দিন (২৫) এর দেখানো অনুযায়ী বাসের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকানো ১৩,০০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মোঃ আরিফ বলেন, “এই অভিযান জেলা গোয়েন্দা শাখা ও থানার যৌথ সমন্বয়ে সম্পন্ন হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এই অভিযানের মাধ্যমে এলাকার মাদক চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।