‘শর্টকাট’-এ বড়লোক হওয়ার স্বপ্ন শিমুলের

স্বাধীন বিনোদন ডেস্ক:

‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত অভিনেতা শিমুল শর্মা এবার প্রথমবার মূল চরিত্রে অভিনয় করেছেন বঙ্গ অরিজিনাল নাটক ‘শর্টকাট’-এ। নিজেই গল্প ও চিত্রনাট্য নিয়ে নির্মাতা মাজেদুল ইসলাম স্বাধীন পরিচালিত এই নাটকটি মধ্যবিত্ত তরুণদের জীবন, হতাশা এবং হুট করেই বড়লোক হওয়ার স্বপ্ন ও তার সাথে জড়িত নানা ঘটনার গল্প তুলে ধরেছে।

শিমুল শর্মা বলেন,
“একটা গল্প মাথায় আসে। মনে হলো, আমি তো হিরো না, যতটুকু অভিনয় জানি এর মধ্য থেকে এই গল্প দিয়ে কিছু করা যায় কি না দেখি। এরপর বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি। তারা রাজি হয়। গল্পের চিত্রনাট্য রেডি করে এইভাবে রিস্ক এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি।”

শিমুল শর্মা অভিনয় জগতে আগে ছোট ছোট চরিত্রে নজর কাড়লেও এবার পুরো গল্পজুড়ে তার অভিনয়, দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে। অভিনেতা বলেন,
“আগে যে কাজগুলো করেছি, সেখান দর্শকরা আমাকে ছোট ছোট চরিত্রে দেখেছেন। কিন্তু পুরো গল্পজুড়ে একটানা অভিনয় করা অনেক বড় ব্যাপার। প্রফেশনালি অনেক চাপ, বাধা-বিপত্তি এবং চ্যালেঞ্জ নিয়ে শুটিং করেছি।”

শিমুল এর আগে কাজল আরেফিন অমির সহকারী হিসেবে কাজ করতে করতে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন। এছাড়া তিনি গেল বছর অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’-এ একটি চরিত্রে অংশ নিয়েছিলেন। তবে এবার ‘শর্টকাট’-এর মাধ্যমে প্রথমবার পুরোপুরি আলাদা, মূল চরিত্রে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন।

জানা গেছে, নাটকের শুটিং গেল আগস্টে ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। শিমুলের সঙ্গে অভিনয় করেছেন লামিমা, ইশতিয়াক আহমেদ রোমেল, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি আগামী ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে।

নাটকপ্রেমী ও দর্শকদের কাছে ‘শর্টকাট’ বিশেষ আকর্ষণ হবে শিমুলের নতুন চরিত্রের অভিনয়, গল্পের প্রাসঙ্গিকতা এবং তরুণ সমাজের বাস্তব সমস্যার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *