স্বাধীন সংবাদ ডেস্ক:
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এই সমাবেশ শুরু হয়।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশকারী এনসিপি গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা একটি দল। দলটির নেতারা জানিয়েছেন, এ সমাবেশের মাধ্যমে তারা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা জাতির সামনে তুলে ধরতে চান।
সমাবেশ ঘিরে দুপুর থেকেই শহীদ মিনার এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জেলা থেকে আগত এনসিপি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। উপস্থিত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনার প্রাঙ্গণে বিছানো হয় লাল কার্পেট, আর আশপাশের এলাকায় স্থাপন করা হয় একাধিক ডিজিটাল স্ক্রিন।
সমাবেশে প্রধান বক্তাদের বক্তব্য শুরুর আগে জাতীয় সংগীত ও দলীয় স্লোগান পরিবেশন করা হয়। ইতোমধ্যে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এক সাক্ষাৎকারে বলেন, “গণ-অভ্যুত্থানের চেতনায় জন্ম নেওয়া এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। আজকের সমাবেশে আমরা আমাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ তুলে ধরব, যেখানে থাকবে দেশের সামগ্রিক কাঠামোগত পরিবর্তনের দিকনির্দেশনা।”
তিনি আরও বলেন, “আমরা নতুন প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজব্যবস্থা। আমাদের পরিকল্পনায় থাকবে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, প্রশাসনসহ প্রতিটি খাতে যুগোপযোগী সংস্কার।”
সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকেই শহীদ মিনার এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তাছাড়া, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে এলাকাজুড়ে টহল দিতে দেখা গেছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মধ্য দিয়ে তারা আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণের রূপরেখা ঘোষণা করবে এবং নতুন ধারার রাজনীতির সূচনা করবে।