মোঃ মাহমুদুল হাসান:
২৯ জানুয়ারি ২০২৫ইং বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাঁটার সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ।
অভিযানকালে উক্ত স্থানে অবৈধভাবে মাটি কাঁটার আলামত হিসেবে একটি এক্সক্যাভেটার (ভেকু মেশিন) জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে মাটি কাঁটায় নিয়োজিত এক্সক্যাভেটার মেশিনটির মালিক মোঃ ডালিম আলির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য,অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাঁটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক মোঃ সাদিকুক ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ বলেন,অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সমসময় বদ্ধপরিকর। এরুপ অভিযান অব্যাহত থাকবে।