মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বাবার সঙ্গে গরু ধোয়াতে গিয়ে পাগলা নদীতে ডুবে মারুফ (১১) নামের এক শিশুর মৃতু হয়েছে।
শনিবার ৮ মার্চ সকাল ১০ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলার পাগলা নদী তর্তিপুর ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মারুফ শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর একতা মোড় এলাকার মাহিদুর রহমান বাদলের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালে পাগলা নদীতে মারুফের বাবা বাদল গরু ধোয়াতে যান। বাবার সঙ্গে মারুফও যায়। এক পর্যায়ে বাবার অজান্তে মারুফ নদীতে ডুবে যায়। পরে টের পেয়ে স্থানীয়রা আধা ঘন্টা খোঁজা খুঁজির পর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।