শিবচরে বাবার লাঠির আঘাতে পাণ গেলো মেয়ের

মোঃছোবাহানমিয়া, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আইরিন আক্তার উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়ন যাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তার বড় মেয়ে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮.৩০ মিনিট সময়।

জানা গেছে, পারিবারিক ভাবে অনেক দিন ধরেই স্ত্রীর নাজমা বেগমের সাথে কলহ লেগে রয়েছে ফরহাদ গোমস্তার। সকালে মেয়ের ঘুম থেকে দেরিতে উঠা নিয়ে মেয়ের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে কাঠ দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়।

নিহতের মা নাজমা বেগম বলেন,’আমি রান্নাঘরে রান্না করতেছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেলো।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন,’সকালে মেয়েটির মা মেয়েকে নিয়ে হাসপাতালে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান,’পারিবারিক কলহে জের থেকেই সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে কাঠ দিয়ে পেটায়। এবং মাথায় আঘাত লাগলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *