শীতার্ত মানুষের কষ্টের পাশে এনটিভি-সিরাজগঞ্জে কম্বল বিতরণ.

মোঃ ফেরদৌস হোসেন  :
সিরাজগঞ্জে তীব্র শীতের কষ্টে জর্জরিত মানুষের পাশে দাঁড়ালো এনটিভি। “সময়ের সাথে আগামীর পথে এ স্লোগানকে ধারণ করে রবিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে-বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর, বৃদ্ধ ও শিশুদের কষ্ট আরও প্রকট হয়ে উঠেছে। রাতের অন্ধকার নামলেই শীতের কামড় অসহায় মানুষের শরীরে যেন আরও গভীর হয়। কেউ পুরনো ছেঁড়া চাঁদর জড়িয়ে রাখে, কেউবা আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে। তীব্র শীতে কর্মহীন বহু পরিবার দিন কাটাচ্ছে চরম দুর্বিপাকের মধ্যে।
এ অবস্থায় এনটিভির পক্ষ থেকে এ মানবিক সহায়তা পেয়ে শীতার্ত মানুষের মাঝে স্বস্তির হাসি ফুটে ওঠে। কম্বল গ্রহণ করতে আসা এক বৃদ্ধা বলেন, আমগো ঘরে একটা পাতলা চাঁদর আছে, শীত আসলে রাত কাটাইতে পারি না। এই কম্বলটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন আল্লাহ যেন এনটিভির ভালো করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শীতের এই করুণ সময়ে স্বচ্ছল মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শীতের কষ্ট লাঘবে এনটিভির এ মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *