সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ ফেরদৌস হোসেন;
সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে প্রচন্ড শীত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অসহায় ফুটপাতে থাকা গরীব সাধারণ মানুষ। তাদের এই শীতে তাদের কষ্ট একটু লাঘব করতে সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসী হাজী মোঃ আব্দুল সাত্তার ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শফি মাহমুদের উদ্বেগে গত ১ লা জানুয়ারি রোজ বুধবার সিরাজগঞ্জ বাজার স্টেশনে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল গুলো পেয়ে অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলেন আমরা গরীব মানুষ কেউ আমাদের দিকে ফিরেও তাকায় না, একদিন হাজী সাহেবকে দেখে আমরা কম্বলের কথা বলেছিলাম। তিনি আমাদের ডাকে সারা দিয়ে আজ আমাদের হাতে কম্বল তুলে দেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। এই বিষয়ে হাজী মোঃ আব্দুল সাত্তার বলেন,এখন সিরাজগঞ্জে শীতের মাত্রা অনেক বেশি। সাধারণ মানুষের জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকলেও একা করতে পারি না, আমি চেষ্টা করি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার। এবং সবাইকে বলবো যারা শীতে কষ্ট পায় তাদের পাশে যেন সমাজের বিত্তবানরা একটু সুনজর দেন। এই বিষয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর সভাপতি শফি মাহমুদ বলেন, সকলের উচিত গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো। এবং অনেকে পুরাতন কাপড়ও মানবিক দেওয়ালে রাখতে পারে, কারন আপনার যেটি অপ্রয়োজনীয় সেটি একজন শীতার্ত মানুষের কাছে অমুল্য সম্পদ।