নুরুল ইসলাম;
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় জুম্মার নামাজের পুর্ব মুহুর্তে মসজিদে ঢুকে দাতা পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ করা হয়েছে।
শনিবার(৩০নভেম্বর) বিকালে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের পাশের মাঠে দাতা পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাতা সদস্য মামুন বেপারী বলেন,শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় ও মসজিদে খুতবা পাঠের পূর্ব মুহূর্তে উক্ত মসজিদের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন তার সদল বলে আমাদের উপর হামলা চালায়। এ হামলায় আমার বড় ভাই হুমায়ুন বেপারী ও আমার চাচা তালেব হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
মসজিদের ভিতর প্রবেশ করে এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত বিচার দাবি করে মামুন বেপারি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারেরও দাবী জানান।
মসজিদের ভেতরে প্রবেশ করে হামলাকারীদের সামাজিক ভাবেও বয়কটের দাবী জানান তিনি।