স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতীরবাজার এলাকায় সরকারি বনের জমি দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করছেন সোনালী ব্যাংকের বর্মি শাখার ম্যানেজার জুয়েল। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ আয়ের মাধ্যমে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং এখন সরকারি বনের জমি দখল করে ভবন নির্মাণে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের বাবা মাস্টার মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার ছেলে জুয়েল সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও বনের জমি দখল করে বহুতল ভবনের কাজ শুরু করেছেন।
এ বিষয়ে সরাসরি জানতে চাইলে সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল দাবি করেন, “আমাদের কাগজ আছে। ডিমার্কেশন বন্ধ থাকায় ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদন নিয়েছি এবং বন বিভাগকে মৌখিকভাবে জানানো হয়েছে।”
তবে এলাকাবাসী বলছেন, শুধু জুয়েল নয়, একাধিক ভূমিদস্যু একইভাবে বনের জমি উজাড় করে দখল করছে। তারা জুয়েলের পাশাপাশি সাতকামার বিটের বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও যোগসাজশের কঠোর শাস্তি দাবি করেছেন।
বিষয়টি নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।