কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ট্রাফিক ইনচার্জ (টি আই) মোঃ হাসানুজ্জামান আবারও অর্জন করলেন বিশেষ সম্মাননা। পেশাগত দায়িত্বে নিষ্ঠা, কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব আচরণের স্বীকৃতি হিসেবে তিনি ষষ্ঠবারের মতো চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন।
সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু-এর হাত থেকে টি আই হাসানুজ্জামান এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন টি আই হাসানুজ্জামান। তিনি একজন দক্ষ, সাহসী ও মানবিক কর্মকর্তা হিসেবে এলাকার জনগণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। দুর্ঘটনামুক্ত সড়ক, শৃঙ্খলাবদ্ধ যান চলাচল এবং পরিচ্ছন্ন স্টেশন এলাকা গড়ে তোলার লক্ষ্যে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
জানা গেছে, লোহাগাড়া থানার সদর স্টেশন এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে তিনি তিনজন কনস্টেবল এবং এক সার্জেন্টকে নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম জেলার সুদক্ষ ও চৌকস পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মতে, টি আই হাসানুজ্জামান একজন ‘মিষ্টভাষী ও সেবাধর্মী কর্মকর্তা’, যিনি আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেও সর্বদা আন্তরিক। তার ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা কমে এসেছে, ট্রাফিক চলাচলে এসেছে শৃঙ্খলা।
এছাড়া, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম হাসানুজ্জামানের কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানা গেছে। দুজন কর্মকর্তার সমন্বিত উদ্যোগে লোহাগাড়া থানার নয়টি ইউনিয়নের জনগণ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন অনুভব করছে।
পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, টি আই হাসানুজ্জামান দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবার মনোভাবের কারণে ধারাবাহিকভাবে প্রশংসিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় এইবারসহ মোট ছয়বার ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মাননা অর্জন করলেন।
সচেতন নাগরিক মহল মনে করেন, এমন সৎ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তারাই মাঠপর্যায়ে জনবিশ্বাস তৈরি করছেন এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।