সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামাতে বিভিন্ন পদক্ষেপ চালু: জেলা প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়নগঞ্জের মানবতার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামাতে বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে। মানসম্মত হেলমেট ব্যবহারের মাধ্যমে নিরাপদ গতি বজায় রাখা, সময় ও জীবন-সম্পদের ক্ষতি কমানো—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবতার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে সূচনা করেন তিনি। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা এড়ানোর জন্য বাইকারদের হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামাতে ‘গ্রীন আমরেলা’ নামে বিভিন্ন কর্মসূচি চলছে। চালক ও হেলপারের জন্য প্রশিক্ষণ, পোশাকের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স প্রদানের কাজ জেলা প্রশাসনের উদ্যোগে সম্পন্ন করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামাতে সক্ষম হব।”

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল এবং নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।

সভার শেষ দিকে, দক্ষ ও পূর্বে দুর্ঘটনা ঘটাননি এমন নির্বাচিত দুই ড্রাইভারকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *