সততার সহিত দায়িত্ব পালন করে আইজিপি পদক প্রাপ্ত ওসি আবুল বশর

ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বশর সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দক্ষতা ও সফলতার স্বীকৃতি হিসেবে তিনি সম্প্রতি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা “আইজিপি পদক” অর্জন করেছেন।

২০ অক্টোবর দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এন আলম রাসেল চৌধুরী ওসি আবুল বশরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পত্রিকার পক্ষ থেকে একটি সম্মানসূচক কপি ও ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দেন।

ওসি আবুল বশর বলেন,

“জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখাই আমার মূল দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সম্মান নিজে থেকেই আসে।”

ছাগলনাইয়া থানার আওতায় মাদক, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ দমনে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকাবাসীর মতে, তার মানবিক আচরণ, স্বচ্ছ নেতৃত্ব ও আইন প্রয়োগে কঠোর অবস্থান স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।

ছাগলনাইয়া থানার ওসি আবুল বশর শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, তিনি একজন আদর্শ পুলিশ কর্মকর্তা হিসেবে তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *