সদর উপজেলা ওএমএস ডিলার নিয়োগের উম্মুক্ত লটারি…

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী। ছবি স্বাধীন সংবাদ।

গনমাধ্যমের উপস্থিতিতে লটারীর মাধ্যমে নারায়নগঞ্জ সদর উপজেলার আওতাধীন ৪টি বিক্রয় কেন্দ্রের জন্য ওএমএস ডিলারশীপ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার পরিষদের অডিটরিয়ামে। উপজেলার প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়নগঞ্জ সদর এর আয়োজনে উক্ত নিয়োগের উম্মুক্ত লটারী সম্পন্ন করা হয়েছে। সদর উপজেলার নিবাহী অফিসার {ইউএনও} তাছলিমা শিরিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উম্মুক্ত লটারী মাধ্যমে শুরু হয়।

এ সময় আরো উনার পাশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি {রাজস্ব ফতুল্লা সার্কেল} মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার ভূমি { রাজস্ব সিদ্ধিরগঞ্জ সার্কেল} দেবযানী কর, সহকারী কমিশনার ভূমি { রাজস্ব, পূর্বাচল রুপগঞ্জ } তাবছীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ এমদাদুল ইসলাম শিকদার, জুয়েল। লটারীতে সুভাগ্যবান বিজয়ী ডিলারগনরা হলেন, শীবু মার্কেট বিক্রর কেন্দ্রের জন্য ২৮নং ক্রমিকে এ, কে, এম হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন হাটখোলা বিক্রর কেন্দ্রের জন্য ১২নং ক্রমিকে জামিলা আক্তার, বিসিক ১নং গেট বিক্রয় কেন্দ্রের জন্য ১৪নং ক্রমিককে মিনু, পঞ্চবটি বিক্রয় কেন্দ্রের জন্য ৫নং ক্রমিকে শরীফ আহাম্মেদ।

উল্লেখিত ৪টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে আবেদন বাছাই কমিটির স্বচ্ছতার সহিদ যাচাই- বাছাই শেষে শিবু মার্কেট বিক্রয় কেন্দ্রের জন্য ৩০জন, বিসিক ১নং গেট বিক্রয় কেন্দ্রের জন্য ৩৩জন, কাশিপুর ইউনিয়ন হাটখোলা মোড় বিক্রয় কেন্দ্রের জন্য ২৫জন এবং পঞ্চবটি মোড় বিক্রয় কেন্দ্রের জন্য ১৭ জন বৈধ আবেদন কারীর মাঝে উম্মুক্ত লটারি সকলের উপস্থিতে অনুষ্ঠিত হয়। ২জন শিশু শিক্ষার্থী হাবিবা ও ইফা সকলের উপস্থিতিতে চোখ বুজে নিরপেক্ষভাবে লটারি নাম্বার তুলেন।

এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ওএম এস খাদ্য শস্য বিক্রি ও ডিলার নির্বাচন কমিটির সভাপতি তাসলিমা শিরিন সহকারী কমিশনার {ভূমি } রাজস্ব ফতুল্লা সার্কেল কে আহ্বায়ক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করে ৩ সদস্যের স্বচ্ছতার সহিদ যাচাই – বাছাই কমিটির মাধ্যমে আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই শেষে ৪টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে ১০৮ জন আবেদনকারীদের বৈধ হিসাবে মনোনীত করেন।

এদের মধ্য থেকে সকলের উপস্থিতিতে উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন দুজন শিশু শিক্ষার্থীর লটারির মাধ্যমে নির্বাচিত হয়। লটারি চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন বারবার কোন প্রকার অভিযোগ বা কারো কোন রকম আপত্তি রয়েছে কিনা জানতে চাইলে, উপস্থিত সকল আবেদন কারীগন কোন প্রকার আপত্তি অভিযোগ তুললেন না। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *