সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সামাজিক সংগঠন সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার এলাহিনগর ঈদগাহ মাঠে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কর্মসূচি।

অনুষ্ঠানে এলাকার প্রায় ১৬৭ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-র সিনিয়র সচিব ও মহাপরিচালক জনাব সিদ্দিক জুবায়ের
বিশেষ অতিথি হিসেবে ছিলেন—
– সাবেক অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন
– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম
– বাংলাদেশ ব্যাংকের পরিচালক কামাল হোসেন
– নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক পরিচালক জয়নাল আবেদীন
– সাবেক বিচারপতি তানজিনা ইসমাইল
– ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান শামছুল আলম, কামরুজ্জামান ও নজরুল ইসলাম

অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন,

“করোনা পরবর্তী সময় থেকেই সমমনা প্ল্যাটফর্ম মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ নানা ক্ষেত্রে সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন,

“শিক্ষার্থীদের পড়াশোনায় আত্মবিশ্বাস বাড়ানো এবং নতুন উদ্যম তৈরি—এই আয়োজনের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তারা সমমনা প্ল্যাটফর্মের এ উদ্যোগকে যুগোপযোগী বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম
পরিশেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে আনন্দঘন সময় কাটায় এবং সমমনা প্ল্যাটফর্ম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *