স্বাধীন সংবাদ ডেস্ক:
সরকারের লক্ষ্য শ্রম খাতের সংস্কার ও শ্রমিকদের অধিকারের উন্নয়ন, তবে এবার বেতন প্রদানের ক্ষেত্রে বদল আনতে চলেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ক সেমিনারে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “সরকার শ্রমিকদের বেতন দেবে না, বরং মালিকদেরকেই শ্রমিকদের বেতন প্রদানের দায়িত্ব নিতে হবে।”
উপদেষ্টা আরও জানান, সরকার শ্রম খাতের সংস্কারে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, সংশোধিত শ্রম আইন ও কাঠামোগত সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ড. সাখাওয়াত হোসেন বলেন, “সংস্কার বাস্তবায়িত হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। সরকার শ্রমিকদের অধিকারের বিষয়ে অত্যন্ত সচেতন। সংস্কারের পর কোনো শ্রমিক বেতনবঞ্চিত থাকবে না।”
তিনি আশ্বস্ত করেন, সরকার শ্রমিকদের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিকদেরকেই দায়িত্ববান করে তোলা হলে বেতন প্রদানের স্বচ্ছতা ও সময়নিষ্ঠা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এই সেমিনারে শ্রম খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন এবং তারা শ্রমিকদের কল্যাণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।