সাংবাদিককে মারধর ও আসামিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই সিদ্দিকের বিরুদ্ধে তোলপাড়

মোঃ আনজার শাহ :

কুমিল্লা জেলার দাউদকান্দিতে সাংবাদিক মুন্নি শেখকে প্রকাশ্যে মারধর এবং পরে টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক মুন্নি শেখ অভিযোগ করেন, দাউদকান্দি উপজেলার তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় ভূমিদস্যু পলি বেগম, তার জামাই রব, একরাম আলম ও হুমায়ুন গং। নিরুপায় হয়ে তিনি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি থানা তদন্তের দায়িত্ব দেয় গৌরীপুর পুলিশ ফাঁড়িকে।

গত বৃহস্পতিবার দুপুরে তদন্তের জন্য সাংবাদিক মুন্নি শেখকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলেন এসআই সিদ্দিক। কিন্তু তিনি অনেক দেরিতে পৌঁছালে তার সামনেই পলি বেগমের জামাই রব, একরাম আলম ও হুমায়ুন গং হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে সাংবাদিক মুন্নি শেখ গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।

পরে এসআই সিদ্দিক হামলার মূল আসামি রবকে ‘জামাই আদরে’ ফাঁড়িতে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর পর্যন্ত কোনো মামলা না নিয়ে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করলে এসআই সিদ্দিক সাংবাদিককে জানান, “তাকে অন্য মামলায় আনা হয়েছিল, আপনার মামলায় নয়।”

আরও অভিযোগ, রাত ১২টা পর্যন্ত সাংবাদিক মুন্নি শেখকে ফাঁড়িতে পানিতে বসিয়ে রেখে মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকাবাসী ও সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআই সিদ্দিকের ঘুষ বাণিজ্য ও প্রভাবশালীদের প্রশ্রয়ে গৌরীপুরে ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না।” তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *