নুরুল আমিন হেলালী:
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি শুধু বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রীও নন। আজ সারা বাংলাদেশের সকল মানুষ—পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক—সবাই তার জন্য দোয়া করছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে গোটা জাতি আজ এক বেদনাবিধুর অবস্থার মধ্যে রয়েছে।
তিনি বন্দি থাকা অবস্থায় নিজের সন্তান হারিয়েছেন। তিনি অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন, তবুও তাকে নিজের দেশ থেকে সরাতে পারেনি। তার বিরুদ্ধে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। একটি ভগ্নস্তূপের মতো জেলখানায় তাকে বছরের পর বছর রাখা হয়েছে। তারপরও তাকে এই দেশ ও মাটি থেকে সরানো সম্ভব হয়নি। আজ সারা জাতি তার জন্য দোয়া করছেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং–২৫৭৫) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও কক্সবাজার প্রেসক্লাবের জমিদাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা ওপরের কথাগুলো বলেন।
১ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। সাধারণ সম্পাদক এস. এম. জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবর রহমান।
বক্তারা আরও বলেন, বেগম জিয়া বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ যেন তাকে খুব দ্রুত আরোগ্য দান করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক বেদারুল আলম, সদস্য নুরুল আমিন হেলালী, খোরশেদ আলম হেলালী, সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ মামুন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক, সাংবাদিক মোঃ মোজাম্মেল হক, মোঃ ফায়সাল রিয়াদ, এশিয়ান টিভির আহসানুল হক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম। এ সময় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।