সাংবাদিক কাজল আর্য’র পিতার পরলোকগমন

মোঃ মশিউর রহমান:


দৈনিক কালের কণ্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও সাউথ এশিয়ান টাইমস-এর স্টাফ রিপোর্টার কাজল আর্য’র পিতা মুকুল চন্দ্র আর্য পরলোকগমন করেছেন। তিনি রোববার বিকেলে জেলার কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই নিজ বাড়ির পারিবারিক শ্মশানঘাটে তাঁর সৎকার সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মুকুল চন্দ্র আর্যের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *