স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আপন পিতা কর্তৃক তার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। বুধবার রাতে উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ডে মনোহরদী পাড়ায় এই ঘটনা ঘটে
ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন,পুলিশ তাৎক্ষণিক ধর্ষক পিতা মো:আলীকে আটক করেন।ছদাহার ৭নং ওয়ার্ডের স্থানীয় সূত্রে জানা যায়, আগেও বেশ কয়েকবার এই লম্পট পিতা তার আপন মেয়ের সাথে জোরপূর্বক বিভিন্ন হুমকি দিয়ে এমন অনৈতিক কাজে জড়িয়েছেন।
সর্বশেষ গতকাল হাতেনাতে ধরা খেলে ধর্ষিতার মা বাদী হয়ে স্বামী মো:আলীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষক মো: আলীকে গ্রেফতার করেন।এদিকে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ধর্ষিত মেয়ের মা পুলিশকে অভিযোগ করার সাথে সাথেই আমরা তাৎক্ষণিক সু -কৌশলে ধর্ষক পিতা মো:আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।