সাতকানিয়ায় হযরত শাহ্ সুফী আবদুর রহমান ফকির (রাঃ) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় হযরত শাহ্ সুফী আবদুর রহমান ফকির (রাঃ) সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা এবং মেরাজুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার ১৫নং ছদাহা চারা বট্টল সংলগ্ন মাদ্রাসা মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক রিদওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরজুরী রহমানিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা শাহ জাদা আলহাজ্ব মুহাম্মদ আলমগীর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন সওদাগরের উদ্বোধনে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইসমাইল সওদাগর, ছদাহা ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আহমদ কবির, বাংলাদেশ গাউছিয়া কমিটির সাতকানিয়া উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসেন, হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল খালেক, সমাজসেবক জাকের হোসেন সওদাগর, ইউছুফ চৌকিদার, ডাঃ মোশেদ আলম চৌধুরী, ওসমান গনি, লোহাগাড়া হযরত শাহপীর (রহঃ) মাজার পরিচালক রেজা উদ্দিন মনসুর, মোহাম্মদ ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বিদায়ী ছাত্রদের সনদ প্রদান করা হয় এবং মেরাজুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে দুপুরের খাবার (তাবরুক) পরিবেশন করা হয়। এছাড়াও মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *