আবদুল আজিজ :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁঁওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড দস্তিদার হাটের উত্তর পাশে মোবারক আলীর ছেলে প্রফেসর জিয়াউল হককে বাড়ির সংস্কার কাজ করতে দিচ্ছেনা বলে অভিযোগ উঠেছে একই এলাকার সোলাইমানের ছেলে নবি হোসেন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
২৫সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় একটি জরাজীর্ণ আংশিক ছাউনিবিহীন বাঁশের ভেড়ার তৈরী একটি বাড়ির চার পাশে ভাঙ্গা টিন,গাছ ও বাঁশ পড়ে
থাকতে দেখা যায়।
আবার বাড়ির ভেতরে রান্নাও চলছে।
এবং কয়েকটি ভাঙ্গা খাট ও দেখতে পাওয়া যায়।আসলে কি এটি মানুষের বসবাসের বাড়ি না কোন পরিত্যক্ত ঘর।
বুঝে উঠাও মুশকিল।
তবুও এই জরাজীর্ণ বাড়িটি সংস্কার করতে দিচ্ছেনা বলে জানা গেছে
উপস্থিত জনতার কাছ থেকেও।
এলাকাবাসী আরো বলেন বিভিন্ন সময় সামাজিক মিমাংসা করে দিলেও তা নবী মানছেনা বলে জানান।
আবু ছৈয়দ নামের এক এলাকাবাসী বলেন-
এব্যাপারে প্রফেসর জিয়াউল হক বলেন–
নবী হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন–
এব্যাপারে সাতকানিয়া থানা ডিউটি অফিসার এ এস আই সুমনের কাছে লিখিত অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি অভিযোগ পেয়েছেন
বলে শিকার করেন।