সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু

আব্দুর রশিদ, সাতক্ষীরা:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটির সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) রাতে ওয়ার্ড সার্চ কমিটির নেতৃত্বে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা নাসির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, পলাশ সরদার হামিদ, জেলা বিএনপির সাবেক খাদ্য বিষয়ক সম্পাদক মো. শাহাজান বিশ্বাস, সাবেক সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি রওশন আলী এবং যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্যে মো. শাহাজান বিশ্বাস বলেন, “রাষ্টনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করার কাজ করে যাচ্ছি। সদস্য নবায়ন তারই ধারাবাহিকতা।”

এ সময় মহিলা দলের সদস্য শরিফা, নাছিমা, খাদিজাসহ ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ফরম গ্রহণ করেন এবং নতুন উদ্যমে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *