সাতক্ষীরা সিটি কলেজের অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আব্দুর রশিদ:


সাতক্ষীরা সিটি কলেজের কথিত অবৈধ এডহক কমিটি ও বিতর্কিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কলেজ চত্বরের সামনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুচ আলী (বাবু), সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ আঃ ওয়াদুদ, প্রভাষক গাজী রেজাউল করিম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ সাদ্দাম হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ।

বক্তারা বলেন, “গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও সাতক্ষীরা সিটি কলেজে এখনো স্বৈরাচারী আচরণ বিদ্যমান। কলেজ ফান্ড থেকে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে অতীত কমিটির বিরুদ্ধে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানকে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে জনগণের দাবি উপেক্ষা করে কৌশলে একটি এডহক গভর্নিং বডি গঠন করা হয়েছে।”

তারা আরও বলেন, “আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও কৌশলী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবৈধ কমিটি বাতিল করে জনগণের অংশগ্রহণে একটি বৈধ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।”

মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। বক্তারা শিক্ষাঙ্গনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *