সাবেক স্ত্রী সামান্থার সঙ্গে রাখা শেষ স্মৃতিও মুছে ফেললেন নাগা

স্বাধীন বিনোদন ডেস্ক: 

 

২০১৫ সালে বলিউড অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দুজনে। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

জানা গেছে, বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস আগে থেকেই নাগার জীবনে আসেন শোভিতা ধুলিপালা। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে তারা বাগদান সারেন মাসখানেক আগে। ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে বাগদান সম্পন্ন করেন তারা।

এদিকে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বাগদান পর্ব সারার পর সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন শক্তিমান অভিনেতা নাগার্জুন। কিছু দিন আগেই প্রাকবিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা নিজেও শেয়ার করেন সামাজিকমাধ্যমে। বোঝাই যাচ্ছে, দুই পরিবারে এখন সাজ সাজ রব। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। যদিও বিয়েটা ঠিক কবে হচ্ছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই।

বিয়ের প্রস্তুতির মধ্যে অবশ্য প্রশ্ন উঠছে— কেমন আছেন নাগা চৈতন্যের সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে নেটিজেদের চোখ কিছুই এড়ায়নি। নাগা চৈতন্যের সামাজিকমাধ্যমে সামান্থার সঙ্গে একটি মাত্র ছবি ছিল। কারণ শোভিতার সঙ্গে বাগদানের পর সামান্থার সঙ্গে সব কটি ছবিই মুছে ফেলেছিলেন এ অভিনেতা। তাই ভক্ত-অনুরাগীদের দাবি— কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এ ছবিটিও মুছে দিন। এক নেটিজেন লিখেছেন—আপনি তো সামান্থাকে আর সামাজিকমাধ্যমে অনুসরণ করেন না, তা হলে ওই একটা ছবি রেখে আর কি লাভ?

অবশেষে সেই ছবিটিও মুছে ফেললেন নাগা চৈতন্য। সাবেক স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও সামাজিকমাধ্যম থেকে সরিয়ে দিলেন তিনি। একসঙ্গে যে ছবিগুলোতে অভিনয় করেছেন, তার পোস্টারগুলোই এখন সম্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *