আলমাস হোসাইন:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য আব্দুস সালাম (৩০) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিচয়
গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা গ্রামের বাসিন্দা। তিনি রাজনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সাভারের আশুলিয়া এলাকার বগাবাড়ি গ্রামের মোশারফ মিয়ার বাড়িতে ভাড়া বাসা নিয়ে বসবাস করছিলেন।
অপরাধমূলক কর্মকাণ্ড
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়ভাবে তিনি একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে এসব অপরাধ পরিচালনা করতেন।
পুলিশের বক্তব্য
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান—
“অভিযান চালিয়ে আমরা আব্দুস সালাম নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয়রা জানান, সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। ডিবি পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবশিষ্ট চক্রের সদস্যদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।