আলমাস হোসাইন:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভারের মুশুরীখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম কালু মিয়া ওরফে রাশেদুল (২১)। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙ্গারোড এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মুশুরীখোলা এলাকায় এক মাদক কারবারি চোলাই মদ ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”