সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অসুস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের সি.আই. খোলা কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মো. জনি হোসেনের সভাপতিত্বে ও মো. জনি পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম রতন।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মো. মেহেদী হাসান সানি, জি. এম. সোহেল, মো. রহিম বাদশা, মো. সাকিল, মো. সবুজ, মো. আনিস দেওয়ান, মো. কবির হোসেন, মো. আবু কালাম, মো. আলী হোসেন, মো. বাধন, মো. শাহিন আহমেদ, মো. ইমরান, মো. সুমন মিয়া, মো. গোলজার হোসেন, মো. সালাউদ্দিনসহ উক্ত ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।