স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে কৃষক দলের নেতা পরিচয় চাঁদাবাজি—এই শিরোনামে ডান্ডিবার্তা নামে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয় মাকসুদুল হাসান বাপ্পির বিরুদ্ধে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপি ও কৃষক দলের নেতা পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জের ফ্যাক্টরির ঝুট বোঝাই গাড়ি থামিয়ে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে নাসিক ৫ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা, সিদ্ধিরগঞ্জ মাজার এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পির বিরুদ্ধে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ নিয়ে সিদ্ধিরগঞ্জের বিএনপি’র কিছু নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাকসুদুল হাসান বাপ্পির সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ মাজার এলাকার স্থানীয় ব্যক্তি রুহুল আমিন জানান, বাপ্পি খুবই ভালো একজন মানুষ। তার বাবা আব্দুল লতিফ আমাদের এলাকার সাবেক মেম্বার ছিলেন। তারা কোন সময়ই বিএনপি বা কোন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। আমরা এরকম কোন খারাপ প্রমাণ পাইনি।
মাকসুদুল হাসান বাপ্পির সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি মোঃ মাকসুদুল হাসান বাপ্পি, সিদ্ধিরগঞ্জ থানা ৫ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি এবং আমার বড় ভাই (লাকী) ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমার বাবা সাবেক মেম্বার। আমি কখনো চাঁদাবাজির সাথে জড়িত নই এবং কোন প্রমাণ দিতে পারবে না কেউ যে আমি চাঁদাবাজি করেছি কিংবা কারো থেকে চাঁদা চেয়েছি। এমন প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আমি দল থেকে অব্যাহতি নেব। আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এই নিয়ে আমার ব্যক্তিগত দিক থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।