সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪:৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ, এসআই (নিঃ) মোঃ শামীম রেজা, এসআই (নিঃ) মোঃ গাজী মাহতাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানটি সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনী, পানির ট্যাংকি সংলগ্ন রমজানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পরিচালনা করা হয়। অভিযানে সাহাব উদ্দিন (৫০), সাদ্দাম (২৭) এবং সোহেল রানা (৩২) নামের তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেন এবং সুমিলপাড়া বিহারী ক্যাম্পের বাসিন্দা বলে জানান।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ রোধে আমরা জেলার প্রতিটি এলাকা নজরদারিতে রাখছি। এই ধরনের অভিযানের মাধ্যমে আমরা জনগণকে নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে মাদক সরবরাহ করছিল। তাদের নিকটবর্তী এলাকার বাসিন্দারা বলেন, এই অভিযান তাদের এলাকায় মাদকবাণিজ্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের অভিযান এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা পুলিশের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *