সিনিয়র সাংবাদিক সামছুল হক শিপন আহমেদের দাফন সম্পন্ন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ: 

নারায়ণগঞ্জের প্রবীণ ফটো সাংবাদিক ও সাংবাদিক সমাজের প্রিয় মুখ বন্ধু সামছুল হক শিপন আহমেদ মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাযা উত্তর নলুয়া ইসলামিয়া মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হয়। নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন: প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের মাসুদুজ্জামানের পক্ষে মনির সর্দার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি মাহমুদ ইসলাম কচি, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, দৈনিক নয়াদিগন্তের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা নারায়ণগঞ্জ জেলা ব্যুরো চিফ ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন হ্যাপী, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, টাইমস নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক সৌরভ, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মোঃ সাজু হোসেন, দেশ টিভির স্টাফ ক্যামেরাপার্সন জয়, ভোরের আকাশ ও সোজাসাপ্টার স্টাফ রিপোর্টার আল-আমীন অর্নবসহ উত্তর ও দক্ষিণ নলুয়ার সর্বসাধারণ মুসল্লিগণ।

দ্বিতীয় জানাজায় শোক প্রকাশ করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মরহুম শিপন আহমেদের ভাই বিএনপি নেতা হাজী ইসমাইল হোসেন, এবং শোক জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, তৃণমূল বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার।

২০০১ সালে দৈনিক খবরের পাতা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই শিপন আহমেদ সাংবাদিকতার অঙ্গনে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেন। এরপর ২০০৩ সাল থেকে একই প্রতিষ্ঠানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন এবং সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *