সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব: পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’। মঙ্গলবার (২১ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।

উৎসব উপলক্ষে আয়োজন করা হয় গ্রিন স্কুল ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভা। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আলোচনায় বক্তারা পরিবেশ রক্ষায় তারুণ্যের ভূমিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতন নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। তিনি বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।”

পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগ আগামী প্রজন্মকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষক ও অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *