মোঃ আব্দুর রব:
২০২৫ইং সালে দেশে প্রথম বজ্রপাত হলো সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় এতে প্রাণ হারালেন এক কৃষক জেলার শান্তিগঞ্জ উপজেলায় বজ্রপাতে দিলোয়ার হোসেন(৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
১৫ এপ্রিল বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের পুটিয়া নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দিলোয়ার হোসেন নোয়াগাঁও গ্রামের জমসেদ আলীর পুত্র৷
নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় দিলোয়ার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে গরু আনতে গেলে । সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।