সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক শুরু ২৭ মে

স্টাফ রিপোর্টার:


বিশ্ববিখ্যাত সুফি সাধক ও অলিয়ে কামেল হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরস মোবারক আগামী ২৭ মে ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে। রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকার শাহ আলী মাজার শরীফ প্রাঙ্গণে এই মহা আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলা ১৪৩২ সনের ১৩, ১৪ ও ১৫ জ্যৈষ্ঠ এবং ইংরেজি ২০২৫ সালের ২৭, ২৮ ও ২৯ মে—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—এই তিন দিনব্যাপী মহাসমারোহে ওরস মোবারক উদযাপিত হবে।

ওরস উপলক্ষে মাজার শরীফে হাজার হাজার আশেকান, মুরিদ ও ধর্মপ্রাণ মানুষের আগমন প্রত্যাশিত। আয়োজনে থাকবে মিলাদ, বয়ান, জিকির-আসকার, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে এই পবিত্র মাহফিলে অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার কল্যাণ লাভের আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *