সোনাইমুড়িতে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নিজাম উদ্দিন স্টাফ রিপোটার নোয়াখালী থেকে;

সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালি সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানির আয়োজনে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে এই সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে কুতুব উদ্দিন সানি জানান, তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রচার হয়েছে। কয়েকটি ফেসবুক পেইজ তার বিরুদ্ধে মিথ্যা সংবাদটি প্রকাশ করে।

তিনি আরো জানান, নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্যার একটি লিখিত অভিযোগকে পুঁজি করে ‘প্রধান শিক্ষকের কাছে বিএনপি নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। তবে প্রধান শিক্ষক জাফর উল্যা তার অভিযোগে চাঁদাবাজির কোন অভিযোগ করেননি। এমনকি পরবর্তীতে প্রধানশিক্ষক তার ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে অভিযোগ প্রত্যাহার হলেও উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুটি ফেসবুক পেইজে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ উপস্থাপন করা হয়।

তিনি উপজেলার সাংবাদিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এই ধরনের মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সোনাইমুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মী, সোনাইমুড়ি প্রেসক্লাব, সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *