নিজাম উদ্দিন স্টাফ রিপোটার নোয়াখালী থেকে;
গত ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে নোয়াখালীর সোনাইমুড়িতে আসিফ হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম (৬৬)কে আটক করেছে পুলিশ।
২৭ নভেম্বর বুধবার দুপুর ১১ টার দিকে সোনাইমুড়ী থানার এসআই কাউসার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
উপজেলার চাষিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। সোনাইমুড়ী থানার মামলা নং -৪ গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আমলে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।