নিজাম উদ্দিন :
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা, পৌরসভা বি এন পি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় সোনাইমুড়ি কলেজ মাঠে উপজেলা বিএনপি সভাপতি আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক এমপি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এর নেতৃত্বে এক বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা সাবেক এমপি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,
সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ন – আহবায়ক ফরহাদ হোসেন, মসুদের রহমান, অ্যাডভোকেট শাকিল, অ্যাডভোকেট সেলিম সাহি, আব্দুল গনি পটোয়ারী মামুন, সাবেক সাধারন সম্পাদক কতুব উদ্দিন সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন জনি, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট খলিল, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের অহ্বায়ক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আব্বায়ক রুবেল ভূঁইয়া, পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তফা মিল্টন, সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের অহবায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নূর হোসেন সাদ্দাম, ২ নং নদনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সুডেন ফারুক সহ জেলা, উপজেলা, বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে র্যালিটি সোনামুড়ি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পাইপাস বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।