সোনারগাঁয়ে মহাষ্টমীতে মন্ডপ পরিদর্শনে মানবতার ডিসি ও এসপি

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

শারদাীয় দূগাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন। মঙ্গলবার {৩০সেপ্টেম্বর} সন্ধ্যায় তারা সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাটের পূজা মন্ডপ ঘুরে দেখেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জেলার ২২৪মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

আমরা বিভিন্ন মন্ডপে গিয়ে দেখছি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। এটি আমাদের সম্প্রদায়িক সম্প্রীতিরই প্রতিফলন।” তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতের মতো এখনো আমরা সেই ঐতিহ্য রক্ষা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। বিশ্ববাসীর কাছে আমরা জানতে চাই আমাদের সমাজ ও সংস্কৃতির মূল আল্লাহ আল্লাহ শক্তি হলো সম্প্রীতি। জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলায় ৭টি থানায় পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্য বাহিনীগুলোও নিরাপত্তায় অংশ নিয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোন ধরনের আশঙ্কার খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি যোগ করেন, বিসর্জন পর্যন্ত নিরাপত্তার এ ব্যবস্তা চলমান থাকবে। আমরা বিশ্বাস করি আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন সফলভাবে সম্পন্ন হবে। এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আয়াজ,জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস হেমা জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক নায়মা ইসলাম,সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খ আসিফ ইমাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিকেএমই এ সভাপতি মোঃ হাতেম, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে,পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার {সিআইপি} এবং মন্ডপ কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, বারদী ইউনিয়ন সাবেক সদস্য আব্দুল হালিম, সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *