স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

স্বাধীন সংবাদ ডেস্ক:  

বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

২৩ জুলাই বুধবার, বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন রেজা নাকভি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ দমন, ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিকভাবে একসূত্রে গাঁথা। দুই দেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হচ্ছে।” তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসা বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণকাজ চলছে। ভবন সম্পন্ন হলে ই-পাসপোর্ট সেবা চালু হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা। এটি দমন করতে না পারলে শুধু পাকিস্তান নয়, পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে।” তিনি মাদক সমস্যার কথাও তুলে ধরেন এবং বলেন, “আফগানিস্তান থেকে মাদক পাচার হচ্ছে। বাংলাদেশেরও মাদক সমস্যা রয়েছে। এ বিষয়ে দুই দেশ একযোগে কাজ করতে পারে।”

তিনি প্রস্তাব দেন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সারদা পুলিশ একাডেমি উপমহাদেশের অন্যতম প্রাচীন ও অভিজ্ঞ প্রশিক্ষণ প্রতিষ্ঠান।”

রোহিঙ্গা প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও বিশেষ কোডযুক্ত পাসপোর্ট দিচ্ছে, যাতে তাদের শনাক্ত করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বাংলাদেশ মানবতার খাতিরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এ বিষয়টি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানসহ বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করি।”

বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি সম্প্রতি উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *