হাটহাজারীতে ডাকাত ধাওয়া অভিযান: ধারালো অস্ত্রসহ দুই আসামি গ্রেফতার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের শক্তিশালী অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানের সময় তাদের কাছ থেকে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৩০ মিনিটে পরিচালিত হয়। হাটহাজারী মডেল থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার সিটি কর্পোরেশনের ফতেয়াবাদ সাকিনস্থ গার্লস স্কুলের পাশে একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুইজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি টিপ ছুরি ও ৩টি ধারালো দা।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. মোঃ সাহাব উদ্দিন (৪৬), পিতা- আহাম্মদ হোসেন, মাতা- শাকেরা খাতুন, গ্রামের ঠিকানা- লাল জবীন, হাসোনী, ০৯ নং ওয়ার্ড, শেখেরখীল ইউপি, থানাঃ বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।
২. মোঃ আনিছ (৩০), পিতা- খলিলুর রহমান, মাতা- মেহেরুন নেছা, গ্রামের ঠিকানা- আলী বলিপাড়া, দিলোয়ারার বাপের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, থানাঃ বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।

পুলিশ জানিয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিওও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের সহযোগী অন্য ডাকাতরা পালিয়ে যায়। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলেছে, এই অভিযান এলাকার জনসাধারণকে নিরাপদ রাখতে এবং ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাটহাজারী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ এ অভিযান স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং পুলিশের সক্রিয় ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *