হালাল কনটেন্ট নির্মাণে তরুণদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মোঃ আনজার শাহ:

আলহামদুলিল্লাহ! আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো বহু প্রতীক্ষিত সৃজনশীল কোর্স ‘The Art of Creation’-এর ওরিয়েন্টেশন ক্লাস। উদ্যমী তরুণদের অংশগ্রহণে এক উৎসবমুখর ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে শুরু হলো ইসলামি মূল্যবোধভিত্তিক হালাল কনটেন্ট নির্মাণের এক নতুন অধ্যায়।

যেখানে ডিজিটাল দুনিয়ায় দিন দিন বেড়ে চলছে অপসংস্কৃতির আগ্রাসন, সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণদের আলোকিত পথের দিকে আহ্বান জানায়—যেখানে শিল্প, সৃজনশীলতা ও বিশ্বাস একসাথে অগ্রসর হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আয়োজকরা জানান,

“আমাদের লক্ষ্য একটি আত্মসচেতন, চিন্তাশীল ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা নিজস্ব প্রতিভা ও চিন্তাশক্তিকে হারামের পরিবর্তে হালালের পথে ব্যয় করবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।”

এই কোর্সের মাধ্যমে তরুণরা শিখবে—কীভাবে আধুনিক মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ইসলামি আদর্শে কনটেন্ট তৈরি করে মানুষের হৃদয় জয় করা যায়। কোর্সটিতে থাকবে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, গাইডলাইন, ওয়ার্কশপ এবং অভিজ্ঞ মেন্টরের সাপোর্ট।

ইন শা আল্লাহ, এই প্রয়াসের মাধ্যমে ভবিষ্যতে গড়ে উঠবে একটি সচেতন কনটেন্ট নির্মাতা গোষ্ঠী, যারা বিশ্বাস, জ্ঞান ও সৃজনশীলতাকে একত্র করে গড়ে তুলবে একটি সুন্দর ও নৈতিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *