১০ দিন একসঙ্গে কাটিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি: পরীমনি

স্বাধীন বিনোদন ডেস্ক: 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এই মুহূর্তে সিনেমা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বরাবরের মতো সরব। সম্প্রতি ২৪ অক্টোবর তার জন্মদিন পালিত হয়েছে, যা তিনি দেশের বাইরে বিশেষভাবে উদযাপন করেছেন। জন্মদিনের উৎসব শুরু হয়েছিল তার আসল জন্মদিনের আরও চার দিন আগে। এই সময়ে পরীমনি ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে তিনি দেশের বাইরে জন্মদিন উদযাপন করবেন। সেই অনুযায়ী, দীর্ঘ প্রায় দুই সপ্তাহের বিদেশ সফরের পর সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই তার সফরের অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন।

পরীমনির জন্মদিনের চার দিন আগে তার টিমের সহকর্মী এবং মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কেটে তাকে চমক দিয়েছিলেন, যা পরীমনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এরপরই তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। জন্মদিন উদযাপনের জন্য ১০ দিনের এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন তার ছেলে, ছেলের ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং অভিনেত্রী নিজে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টে পরীমনি জানান, “আজ আমাদের বাড়ি ফেরা হলো। ১০ দিনের জন্য দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট সাতজন ছিলাম। যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সারা পথ ধরে কত ছবি-ভিডিও করলাম। ১০ দিন একসঙ্গে কাটিয়ে আমরা নতুন নতুন অভিজ্ঞতা লাভ করেছি। নতুনভাবে নিজেদের চিনতে পারলাম। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো, আর সারাজীবন মনে রাখার মতো সুন্দর স্মৃতিও তৈরি হলো আমাদের সবার জীবনে।”

তিনি আরও বলেন, “আজ থেকে ধীরে ধীরে সবার সঙ্গে ছবি-ভিডিও শেয়ার করব। সফরের সময় আমরা সত্যিই ঘুরতে গিয়ে মুহূর্তগুলো উপভোগ করেছি, তাই তখন সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়নি। আমি তো সিমকার্ডও কিনিনি। এর মধ্যে ছবি বা ভিডিওর সব অবদান শাওনের।” পোস্টের শেষে তিনি সকলকে ট্যাগ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবার প্রতি ধন্যবাদ। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।”

উল্লেখ্য, এই বিশেষ জন্মদিনে পরীমনি মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের সঙ্গে কেক কাটেন। সেই সময় সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “এই জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।” সামাজিক মাধ্যমে তার এই অভিজ্ঞতা এবং অন্তরঙ্গ মুহূর্তগুলো ভক্তদের কাছে আবারও তার জনপ্রিয়তা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *