২৩৪ দিনের দাম্পত্যজীবনে উচ্ছ্বসিত মেহজাবীন

স্বাধীন বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসটি ছিল বিশেষ। বছর শুরুর দ্বিতীয় মাসেই ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন তিনি। প্রিয় মানুষ নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। আট মাস পেরিয়ে এখন তারা সুখী দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবনের অভিজ্ঞতা ও অনুভূতি খোলামেলা জানালেন মেহজাবীন।

অভিনেত্রী জানান, বিয়ের পর তার জীবনধারায় বড় কোনো পরিবর্তন আসেনি, বদলেছে শুধু থাকার ঠিকানা। নিজের ভাষায় তিনি বলেন,

“আমি সেই আগের মেহজাবীনই আছি। আগের মতোই কাজ করছি, ঘুরছি। আদনান আগেও আমার অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেটাই এখন আরও গভীর হয়েছে।”

তিনি আরও বলেন, বিয়ের পর তার জীবন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আগে কোনো সিদ্ধান্ত বা কাজের বিষয়ে শুধু নিজের পরিবারকে জানাতে হতো। এখন পাশে এসেছে আরেকটি পরিবার।

“আমার ফ্যামিলি সাইজ এখন অনেক বড়। সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার কাজকে সাপোর্ট করে, আমার চাওয়া-পাওয়াগুলো খেয়াল করে। আমি সত্যিই খুব ব্লেসড এবং খুব হ্যাপি।”

সাক্ষাৎকারে সঞ্চালক মেহজাবীনের দিকে তাকিয়ে বলেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি ভীষণ সুখী একজন মানুষ। অভিনেত্রী হেসে জবাব দেন—

“এই কথাটা আমি আগেও শুনেছি। কেউ কয়েক দিন আগে এসে বলেছিল— মেয়েরা বিয়ের পর সুখে আছে কিনা, সেটা তাদের মুখ দেখে বোঝা যায়। আমাকে দেখে বলল, ‘তুমি অনেক হ্যাপি আছো।’ আমি জানি না উনি কীভাবে বুঝলেন, কিন্তু হ্যাঁ— আমি সত্যিই ভীষণ খুশি। আলহামদুলিল্লাহ।”

২৩৪ দিনের সংসারজীবনের হিসাব শুনে হাসিতে ফেটে পড়েন মেহজাবীন। অবাক হয়ে বলেন,

“এটা কে গুনেছে বসে বসে?”

তবে ভক্ত-অনুরাগীদের এই ভালোবাসায় আপ্লুত তিনি। আনন্দের সঙ্গে বলেন, এখন পর্যন্ত তার বিবাহিত জীবন খুবই সুন্দরভাবে কাটছে।

ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও যে সমানভাবে উজ্জ্বল ও সুখী— তা সাক্ষাৎকারের প্রতিটি মুহূর্তেই প্রকাশ পেয়েছে। মেহজাবীন ও আদনান এখন একসঙ্গে কাটাচ্ছেন এক অনাবিল আনন্দময় সময়, যা অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য ভক্ত-অনুরাগীর মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *