1

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্যদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আনজার শাহ

লক্ষ্মীপুর ও আশুলিয়ায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ঢাবি শাখার আহ্বায়ক মো. মেহেদী হাসান। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম ও সংগঠনের উপদেষ্টা মোখলেছুর রহমান সুমন।

বক্তারা জানান, গত ২৮ মনম ডিসেম্বর আশুলিয়ায় সংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় ধর্মীয় লেবাসধারী কিছু ব্যক্তি বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায়। এতে সংগঠনের দুই সদস্য আহত হন। এর আগে ২৬ ডিসেম্বর একই ধরনের হামলায় সংগঠনের আরেক সদস্য গুরুতর আহত হন। একটি ধর্মীজীবী সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্বে বারবার এ ধরনের হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরো বলেন, এই সাম্প্রদায়িক গোষ্ঠীটি বাংলাদেশকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তাদের উগ্রবাদী কর্মকাণ্ডে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি আশুলিয়া ও লক্ষ্মীপুরে ছাত্র ফোরামের সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল মামুন আকাশ সহ সংগঠনের ঢাবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *